কি ভাবে পিছির মাদারবোর্ডের নাম, মডেল নম্বর, সিরিয়াল নম্বর বের করবেন ?

প্রথমে Start থেকে Run-এ ক্লিক করুন।
তারপর Run-এ WMIC লিখে Ok তে ক্লিক করুন।
প্রথমবারের মতো এই অপশনটি রান করলে লেখা আসবে এটি ইনস্টল হচ্ছে।
ইনস্টল হওয়ার পর Command Prompt টিতে লেখা আসবে wmic:root\cli> এখন মাদারবোর্ডের তথ্যের জন্য baseboard লিখে কিবোর্ড থেকে এন্টার চাপুন।
তাহলে আপনার COMPUTER এর মাদারবোর্ডের সিডির মডেল নম্বর , সিরিয়াল নম্বর ইত্যাদি জানতে পারবেন।


ধন্যবাদ...
Load disqus comments

0 comments