নেট কানেক্ট করে কিছু না করতেই আপনার এমবি কাটছে। নিন সমাধান।

windows 8 এর জন্য limit reserv bandwith করে দিছে , মানে আমদের নেট কানেকশন যদি ১০০% ভাগ হয় , তার শতকরা ৮০% লাগবে উইন্ডোজ এর , আর মাত্র ২০% এ আমরা নেট ব্রাউজ করি । জার কারনে ৮০% ভাগ মেগাবাইট লাগে windows 8 এর আপস গুলোর জন্য । বলা বাহুল্য , যার কারনে নেট কানেক্ট করলে মেগাবাইট খুইজা পাই নাহ!!!!!!! আমার মনে হয় যারা জানেন তার কাজটি করে ফেলছেন , কিন্তু যারা জানেন না তারা নিচের trick অনুসরণ করতে পারেন ।
                                                                     
                                    

প্রথমে Run>gpedit.msc> এর পর ক্লিক করুন > local computer policy>computer configuration>
>administrative templates>Network
এর পর QoS packet scheduler এ ক্লিক করলে ডান পাশে সেটিং এর মধ্যে থেকে

Limit reservable bandwidth এর উপর ডাব্ল ক্লিক করলে একটি সেটিং পেজ ওপেন হবে


এখানে not configured আছে। এটাকে Enabled করলে নিচের option a bandwidth limit বাই ডিফল্ট ৮০% দেওয়া আছে , ওখানে ০% করে apply ,ok করে বের হয়ে আসুন। ব্যাস, কেল্লা খতম হগাই! এখন পিসি রিস্টার্ট মেরে নেট কানেক্ট করে দেখুন , আপনার ব্যবহার ব্যাতিত ১ কে ,বি কাটবে না [without windows, and any software auto update]    
তাহলে ,total process টা দাঁড়াচ্ছে
Run>gpedit.msc> local computer policy>computer configuration>
>administrative templates>Network>QoS packet scheduler>Limit reservable bandwidth>Enabled> 0% > apply> OK

ভাল থাকবেন সবাই ।



Load disqus comments

0 comments