Perpetual Motion

এবার আমার নতুন প্রোজেক্টঃ ফ্রী এনার্জি। আগে একবার চেষ্টা করছিলাম কিন্তু হয় নি! কিন্তু এটাতে সফল।
 তাহলে শুরু করি, কি করতে হবে।
প্রথমে একটি উত্তর দক্ষিণ মেরু চম্বুক দ্বারা ম্যাগনেটিক
ফিল্ড বানাব এবং এর মাঝে তারের কয়েন সেট করব।
সব ঠিকটাক থাকলে কয়েন টিতে একবার আকর্ষণ ও একবার বিকর্ষণ করতে থাকবে এবং একটি চেইন-রিঅ্যাকশান তৈরি হবে, আর এই মোসানই কয়েন টি ঘুরতে থাকবে। এটি সম্পূর্ণ ব্যাটারি ছারা চলতেই থাকবে শুধু ম্যাগনেটিক ফিল্ড এর উপরে।
প্রথমে কোন পার্স থেকে এরকম তার নিন, প্রায় চার ফুট। এইতার গুলা কিন্তু অন্ন সব তারের মত না...
এগুলা মোটর, চার্জার, এডাবটার, ঘড়ি আর আনেক ধরনের জিনিস এ পাওয়া জেতে পারে আর একটা সহজ চিনার উপায় আসে – এই তার এর উপরে পাতলা এরটা আবারন থাকে।
এর পর লাগবে একটা চম্বুক। সব চম্বুক এর ই দুইটা মেরু থাকে তেমনি এখানেও আছে। উপরে নিচে উত্তর মেরু এবং সাইডে দক্ষিণ মেরু। এটা দিয়েই ম্যাগনেটিক ফিল্ড বানান হবে।

আর লাগবে দুইটা পিন, সামান্য গুনা বা জিয়াই তার, আর একটা বোর্ড বা প্লাস্টিক বা কাঠ মানে যেটার ওপর সব কিছু সেট করা হবে। তবে ধাতব বোর্ড হলে হবে না কোজ এতে ম্যাগনেটিক ফিল্ড নষ্ট হয়ে যাবে।
এরপর তার টিকে এক সেন্টিমিটার ব্যাসার্ধের এক্তি গলাকার কিছুতে পেঁচিয়ে নিতে হবে।



প্রায় বিশটা স্পেন করবে। তারপর তাররের কয়েলটি খুলে নিতে হবে।
এরপর দুটি মাথা বের করে পেঁচাই নিয়ে দুদিকে বের করে
নিতে হবে। ঠিক এরকম..

চাইলে দুই পয়েন্টে রাং লাগিয়ে নিতে পারেন।
 এরপর মাথা দুটা ধারালো কিছু দিয়ে ঘষে নিতে হবে, যাতে উপরের রং টা উঠে কানেকশন টা পেতে পারে।
 গুনার টুকরো দুটা দিয়ে একটি স্টাকচার বানান যেটা কয়েল টিকে ধরে রাখবে।
 এবার সেট করার পালা


ছবির মত সব কিছু এইভাবে রাখুন।
ব্যাস কজ শেষ...
এবার ম্যাগনেটিক ফিল্ড এর কাজ শুরু হয়ে গেছে, আর কয়েল টিও ঘুরছে।

 হয়ে গেল সম্পূর্ণ ফ্রি এনার্জি পারপিটুয়াল মোসান।


Load disqus comments

0 comments