Maze Cube

রুবিক্স ৩X৩ কিউব ত অনেক মিলালেন এবার অন্য কিছু ট্রাই করুন এটাও ৩X৩ এর মত দেখতে নাম- Maze Cube।




প্রথমে ওনলাইনে দেখেই মাথায় ভূত চেপে যায়। কিন্তু অনেক দাকানে খুজা খুজি করেও পেলাম না এদিকে ভুতটাও ছারছে না। তাই পুরানো আরাকটা কিউব হাতে নিয়ে ভাবলাম নিজেই বানিয়ে ফেলি।
এটা মিলানোর থেকে বানানো বেশী সহজ :পি । চলুন বানানো শুরু করি . . .





 মাজি কিউব বানাতে প্রথমেই একটি ৩X৩ রুবিক্স লাগবে। তার পর সমস্ত কিউবের রং গুলো তুলে ফেলুন। ভালো করে তুলতে হবে নইলে কিন্তু চিটিং :ডি



এখন নিচের এই পিকটা ডাউনলোড করে প্রিন্ট করে নিন। চাইলে স্কেল দিয়ে নিজে নিজেই আঁকিয়েও নিতে পারেন।




এখন সবচাইতে ঝামেলার জিনিস, পিস গুলো কেটে কেটে আঠা দিয়ে কিউবে লাগান। আর কঠিন কাজটা হল রেখা গুলো মিল করে লাগাতে হবে। তাই নিচের ছবি গুলোর সাহায্য নিন।





পুরোটা লাগানোর পর আঠা শুকানোর জন্য রেখে দিন। বাস হয়ে গেল আপনার মাজি কিউব। (প্রিন্ট করাটা ঝামেলা মনে করলে যে কোন এক রং এর টেপ চিকন করে কেটে কেটেও কিউবে লাগিয়েও বানাতে পারেন)

Load disqus comments

0 comments