Water Level Indicator

ট্যাংকিতে কত টুকু পানি আছে টা দেখতে আর চাদে উঠতে হবে না। একটা সুইচে চাপ দিলেই জানতে পারবেন।



বানাতে যা যা লেগেছে-
১/ একটা ভাঙ্গা ঘড়ি
২/ ৩ টা LED লাইট
৩/ একটা ব্যাটারি
৪/ একটা সুইচ
৫/ তার



এখানে ১ হচ্ছে সুইচ। এটাতে চাপলে ২ নাম্বার এ থাকা LED গুলা জল্বে এবং এর থেকেই ট্যাংকই তে কতটুকু পানি আছে টা বুযা যায়। যেখানে লাল আলো মানে সর্বনিম্ন আর সবুজ আলো মানে সর্বচ্চ। ৩ নাম্বার এ থাকা কাল তার টি ব্যাটারি তে যাবে। ৪ নং তার টি ট্যাংকি তে কানেকট হবে।


সার্কিট টি-



অবশেষে বাসায় বসে সুইচে টি চাপলে পানির পরিমান জানতে পারবেন।



ওহ পানি শেষের দিক...( বাট কারেন্ট নাই :/ )
Load disqus comments

0 comments