Undeletable ফাইলকে Delete করার সহজ উপায় !

কখনো কখনো কোন ফাইল ডিলিট করতে গেলে একটি error message দেখায় যে file cannot be deleted/ Windows was unable to delete the file. ফাইটি যেকোন কারনে corrupt/compromise হওয়াতে explorer.exe ফাইলটিকে execute করতে থাকে ফলে আপনি ফাইলটিকে ডিলিট করতে পারেন না। যাইহোক দীর্ঘ আলোচনায় না গিয়ে কিভাবে একটি Undeletable ফাইলকে Delete করা যায় তা নিয়ে আলোচনা করি:



1. প্রথমেই Command Prompt ওপেন করে ফেলে রাখুন।
2. যাবতীয় সকল সফট্ওয়্যার বন্ধ করুন। (খোলা থাকলে)
3. এখন আপনাকে EXPLORER.EXE প্রোগ্রামটি বন্ধ করতে হবে। এটি করার সঠিক উপায় হচ্ছে: start menu থেকে Shut Down সিলেক্ট করুন > CTRL+SHIFT+ALT চেপে ধরে CANCEL button এ ক্লিক করুন। EXPLORER.EXE প্রোগ্রামটি বন্ধহয়ে যাবে।
4. এবার ধাপ 1 এ খোলা Command Prompt এ যান > directory change করে Undeletable ফাইল টি যেখানে রয়েছে সেখানে যান > DEL স্পেস filename(যে ফাইলটি ডিলিট করতে চান) লিখে Enter চাপুন।
5. এবার Task Manager এ ফিরে যান click File, New Task এবং EXPLORER.EXE চাপুন।
6.  Task Manager বন্ধ করুন.
Load disqus comments

0 comments