খুব সহজেই আপনার পিসিতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মতো প্যাটার্ন লক দিন!

বর্তমানে সব ধরনের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্যাটার্ন লক ব্যবহার করা যায়। এটি অ্যান্ড্রয়েডের অনেক জনপ্রিয় একটি ফিচার। তবে কেমন হয় যদি আপনি আপনার উইন্ডোজ পিসিতে ঠিক একই ভাবে প্যাটার্ন লক ব্যবহার করতে পারেন।

হুম এখন থেকে পারবেন এবং খুব সহজেই পারবেন। শুধু পরবর্তী পদক্ষেপ গুলো মন দিয়ে লক্ষ করুন আর সেভাবে কাজ করুন।
আমার প্রায় সবাই উইন্ডোজের ডিফল্ট লগইন ইন্টারফেস দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। যদিও কিছু ল্যাপটপে বর্তমানে ফিঙ্গার প্রিন্ট সাপোর্ট করে কিন্তু কতোজন আর সেটি ব্যবহার করে।            তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে আপনি আপনার উইন্ডোজ ৭, ৮ এবং ৮.১ পিসিতে প্যাটার্ন লক ব্যবহার করবেন।



  • প্রথমে এই লিংকে যেয়ে সফটওয়্যার টি ফ্রিতে ডাউনলোড করে নিন।



  • ডাউনলোড হবার পরে সেটি সঠিক নিয়মে সেটআপ করুন।
  • সেটআপ হবার পরে পপ-আপ ডিসপ্লে থেকে সেটিং ঠিক করে নিন। মনে রাখবেন এখানে ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে Z ব্যবহার করা হয়েছে।
  • এবার আপনার ইচ্ছা মতো একটি প্যাটার্ন লক সেটআপ করে নিন।
  • আপনি চাইলে প্যাটার্ন সংখ্যা বা প্যাটার্ন দেবার ঘর বাড়িয়ে নিতে পারবেন। যেমন, 3X3, 4X4, 5X5 এভাবে।

Load disqus comments

0 comments