Mouse এর Scroll/Middle Button এর নানান ব্যবহার!

 আমরা অনেকেই মাউসের Scroll/Middle Button কে ব্যবহার করি শুধুমাত্র পেইজ Scroll করার কাজে। আসুন জেনে নিই এর অন্যান্য ব্যবহার কৌশল:



1. আপনার ব্রাউজারের যে কোন Tab এর উপর Middle Button Click করুন, ঐ Tab টি বন্ধ হয়ে যাবে।
2.  Website এর যে কোন লিংককে নতুন একটি Tab এ Open করতে চাইলে লিংকটিতে Middle Button Click করুন।
3.  আপনার যদি ফোল্ডারে বুকমার্ক Organize করার অভ্যাস থাকে তাহলে ঐ Folder এ Middle Button Click করুন সাথে সাথে ঐ ফোল্ডারের অন্তর্ভুক্ত সব লিংকগুলো আলাদা আলাদা Tab এ Open হবে।
4.  Page Scrolling এর জন্য Middle Button click and hold করে মাউসটি উপরে নিচে Move করান।
Load disqus comments

0 comments